Friday, October 4, 2024

West Bengal's record in crimes against women

 

Crime stats miss plight of West Bengal women

ByMaitreesh GhatakTanika Chakraborty

Sep 29, 2024 10:21 PM IST

In terms of the state’s rate of decline in crimes against women and gender-sensitive policing, the picture is disconcerting

It has now been more than a month since the rape-murder of a young doctor at her workplace, RG Kar Medical College and Hospital — a government hospital in Kolkata — hit the headlines and the conscience of an entire nation. Investigation is still underway, but there is no doubt that the victim was subject to sexual violence. This has renewed debates about how safe West Bengal is for women and has led to widespread popular protests, putting the state government— led by the only female chief minister in the country until recently and one for whom protesting crime against women has been a rallying cry throughout her political career— on the defensive. Perhaps, this is why one has heard an apologia of sorts by voices sympathetic to the government, that this was an unfortunate but isolated incident, and that Bengal is relatively safe for women compared to the rest of the country.

Kolkata: People take part in a protest rally against the West Bengal administration over the alleged sexual assault and murder of a trainee doctor, in Kolkata, Saturday, Sept. 7, 2024. (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_07_2024_000158A)(PTI)PREMIUMKolkata: People take part in a protest rally against the West Bengal administration over the alleged sexual assault and murder of a trainee doctor, in Kolkata, Saturday, Sept. 7, 2024. (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_07_2024_000158A)(PTI)

The statistics cited in support are based on data from the National Crime Records Bureau (NCRB). Indeed, a cursory glimpse at the data gives the impression that the per capita crime rate in Bengal is below the national average and has remained so over the last decade. This is true of almost any and every crime — be it severe crimes like murder or rape, or less extreme ones like assault of women, and even for all categories of crime. In fact, the gap between Bengal and India is highest for rape.

But then, a closer look beyond average crime rates suggests that Bengal is far from being among the best-performing states. If we rank the 31 states for which we have the latest NCRB data (2022) from the best to the worst for rapes per capita, Bengal’s rank is 19 (with Rajasthan, Uttar Pradesh, and Madhya Pradesh being the worst performers) and 24 for per capita murder.

More importantly, we should also look at growth rates in crime, instead of just their levels, to understand the true picture. After all, in a given year, a state’s crime records reflect a number of factors that prevent these crimes from occurring and being reported. If a state is lower or higher than the national average in a particular crime, it is due to many factors, the credit or blame for which cannot be assigned to the present state of policing and governance alone. It reflects the effects of institutions and social norms which tend to change slowly — for example, Bengal has a distinguished history of social movements in support of women’s rights going back well into the past.

In contrast, the change in the rate of a specific crime is where one can make a more credible attribution of what is happening at present and where things are headed. For instance, if a crime is going up or down with respect to the national average, we can ask if this change is due to factors directly controlled by the government (like policing infrastructure) or driven by other trends affecting the likelihood of such crimes happening or being reported. Observing changes makes it possible to see how the situation shifted, no matter where it started.

Since 2017, more detailed NCRB data on different types of sex crimes have become available. Since then, India’s crime rate relating to all crimes against women or severe crimes like murder and rape (including rape and murder) has been coming down and has continued the downward trend till 2022. It is interesting to note that Bengal, too, displayed a downward trend in all these categories. Not just that, Bengal shows a sharper decline in two of these three categories. Guess which is the category in which Bengal’s rate of decline has been less than the national rate of decline? It is rape.

The rate of decline in rapes in West Bengal, at just 0.15%, is much worse than the national average of 3%. Could this be because India had much more room for improvement compared to West Bengal, to begin with? But then, West Bengal continues to look much better in handling gender-neutral crimes like murder during this period despite being much below the Indian average six years ago. Clearly, the trend in crimes against women in Bengal is worrisome.

Now, while considering sex crimes against women, one cannot ignore the potential role of reporting bias. Many women hesitate to report sexual violence to male police officers, perhaps due to a combination of social stigma, humiliation, shame, or reluctance of male police officers to register crimes against women in patriarchal societies. Indeed, recent research shows that women police officers are much more likely to register FIRs in cases of gender-based violence compared to male police officers.

A large part of gender-based police reforms in the aftermath of the 2012 gangrape murder in Delhi has been geared towards making police stations more accessible for women. It is in light of these possibilities that we should look at the reported numbers for sexual crimes in Bengal. At 9,522, the number of women in the civil police in the state today is half of that in Andhra Pradesh (18,599) and one-third of Maharashtra’s (29,466) and more than 30% lower than even Bihar’s (12,795). On per-capita metrics, Bengal is ranked 34th among 37 states, with one officer serving more than 5,000 women. And this is not just driven by the smaller size of the overall police force. Even within the existing force, the share of women is much lower in Bengal (9%) compared to the India average (12%). This is perhaps the reason why the prime accused in the current case carried on with his policing assignment despite an assault complaint from his former wife’s family.

While it is difficult to ascertain the extent of reporting bias, we compared information on crime against women reported in the National Family Health Surveys (NFHS) with that from NCRB. The NFHS reports “physical violence inflicted by people other than a husband”. If we compare this with NCRB numbers on crime against women, we expect that data from the two sources to roughly align. In 2005, Bengal was close to the Indian average in both NCRB and NFHS, in terms of per capita incidences. By 2015, it was still close to the Indian average in NFHS but way below in NCRB. By 2021, this gap in NCRB had increased further even when NFHS continued to indicate that Bengal is close to the India average. The comparison not only suggests that Bengal has a high reporting bias in the official records on crime against women, but also that this bias has increased over time.

On top of our argument that the view based on a superficial reading of NCRB data suggesting Bengal is safe for women is misleading, evidence of extensive and worsening reporting bias in the state suggests that what NCRB data reveals could well be the tip of the iceberg.

Maitreesh Ghatak is professor of economics, London School of Economics (LSE), and Tanika Chakraborty is associate professor of economics at IIM-Calcutta. The views expressed are personal

 

Sunday, October 1, 2023

"Kishore Kumar - The Unofficial Biography" by Anirudha Bhattacharjee and Parthiv Dhar

I recently finished reading "Kishore Kumar: The Unofficial Biography" by Anirudha Bhattacharjee and Parthiv Dhar (Harper Collins India, 2022).

Growing up in a somewhat culturally sophisticated environment, listening to popular film songs was not exactly considered a very cool thing to do. But urban India in the 70s and 80s did not have a thriving pop/rock music culture and film-songs were the closest substitute. These songs would often blare from loudspeakers at random occassions from festivals to local football matches.
There was a voice that got inside my head in my early teens but I could not put a name on it yet. It would yodel and squeal with joy at a manic pitch that is hard to imagine from someone who is not high (I would later know that the singer was a teetotaller) and then would sing songs of hearbreak and loss in a soulful voice that dripped with emotion and sensitivity. I was smitten.
I had an eclectic taste in music and was also listening to classical and semi-classical music, British and American popular music ranging from folk to rock (jazz would come later) but this person had a unique voice and gave depth and poignancy to the cheesiest of lyrics (e.g., "My eyes are flooded as if it is the Monsoon season/ Yet my heart is thirsty" and "You have come, the light has come/ Otherwise the flame was fading from the lamp/ In you I have found a reason to live" to take two examples of songs I love).
I got to know that the voice belonged to Kishore Kumar. I started buying his LP records and cassettes, which my liberal parents were thankfully fine with. Interestingly, both of them took to his songs, as did my younger brother. To this date, I have most of his songs, both Hindi and Bengali, on CDs and digital format.
Reading this meticulously researched book and getting to know a lot about Kishore Kumar's acting career in flims, I was left wondering with the following thought: was it the actor in him that allowed him to shift emotional gears so effortlessly in songs ranging from the light fast-paced comic-absurd to the slow, soulful, and poignant ones? Do actors who sing have an advantage in this regard? Who would be comparable - Sinatra?

Thursday, May 4, 2023

Mint_poverty_May_4_2023

Home / Economy / 

The simmering debate over poverty rate The simmering debate over poverty rate 

 Updated: 04 May 2023, 01:15 AM IST 

Maitreesh Ghatak,Rishabh Kumar 

London/Boston: As the 2024 elections approach, taking stock of the economy after a decade-long rule of the government led by Prime Minister Narendra Modi becomes a natural talking point. Over the last year, that could be a reason why a debate about India’s poverty rate—dubbed the Great Indian Poverty Debate 2.0—has started and shows no sign of being settled. As is well known, the main issue is that appropriate data has not been published by India’s statistical agencies since 2011-12. The government simply decided not to publish the National Sample Survey Consumer Expenditure Survey results for 2017-18, which, from the analysis of the leaked version of the report, does lend credence to the suspicion that it was because the results would have shown an increase in poverty relative to 2011-12. 

According to the World Bank’s earlier $1.90 PPP per day line that defines extreme poverty, 23% of India’s population was poor in 2011-12, the last estimate we have using official data. The headcount rate for the intervening period is fuzzy. In the absence of official survey data, all the new estimates of poverty that have been proposed are by necessity ‘synthetic’—using different data sets and assumptions to make the sample comparable with earlier National Sample Survey numbers—and this makes convergence of views difficult and is likely to keep the debate alive in the foreseeable future. 

Under these circumstances, what is a reasonable range within which we can say with some confidence that the current poverty figure would fall? What kind of “smell" tests can one subject various estimates of poverty to, using other economic indicators that are likely to be correlated with it? Poverty headcounts are measured as the fraction of population (headcount) below a certain pre-determined monetary living standard (the poverty line). 

The World Bank compares countries using its universal line as a cutoff for extreme poverty, but national authorities in each country also produce their own lines. The Indian government favours the poverty line proposed by the Tendulkar Committee according to which 22% of the population was in poverty in 2011-12. Sharp decline? The ongoing Great Indian Poverty Debate 2.0 was triggered by a set of calculations that appeared last year. In an IMF working paper, Surjit Bhalla, Karan Bhasin and Arvind Virmani took the last official data from 2011-12, and assuming that per-person consumption grew at the same rate as the national accounts consumption figures—an assumption that has been questioned almost universally—estimate India had eliminated extreme ($1.90 adjusted for purchasing power parity) poverty just before the pandemic started. Soon after, a World Bank working paper used a private household survey, the Consumer Pyramids Household Survey (CPHS) carried out by the Centre for Monitoring of the Indian Economy—whose representativeness of the poor has been questioned—to show that while poverty went down very sharply between 2011-12 and 2019-20, at around 10%, it was far from eliminated. In an unusual move, the World Bank has absorbed these results from private sector data on its new poverty website. 

A new development over the last few weeks has deflected from the main thrust of this debate. At a paper presented at Columbia University (not yet in the public domain), the former head of NITI Aayog, Arvind Panagariya, argues that even the pandemic did not arrest the trend decline in poverty, contradicting findings that use the CPHS. But Panagariya himself states that his findings are mostly targeted at the period just before and after the start of the pandemic. Panagariya uses a completely different (albeit nationally representative and official) data set—the Periodic Labour Force Survey (PLFS)—published by India’s National Statistical Office and not the World Bank poverty lines and does not tie his findings to the IMF and World Bank studies mentioned earlier. Thus, for the purposes of the ongoing poverty debate, the results of this paper are less relevant for the question of structural decline of poverty in India. 

From an academic standpoint, and in the absence of iterations of the same data, the burden of proof on researchers is twofold: first, they must show a trend in poverty headcounts—which the authors of the IMF and World Bank working papers do, using a substitute for appropriate data—and secondly, they need to show that the fall in poverty is backed up by other indicators of living standards or engines of poverty reduction, such as growth in productivity or real wages. We believe this second condition has not been fulfilled by any of the contributions to this ongoing poverty debate. It is a well-known fact that poverty reduction is a low-hanging fruit at the beginning of the growth process, as the modern sector draws in labour from the traditional sectors, but not so much once some amount of poverty has already been eliminated given the inevitable drag of the vast reservoir of surplus labour. Therefore, it is easier to get an economy’s poverty headcount down from 50% to 20%, but it takes a lot more targeted effort via redistribution to achieve further reduction—for instance, the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) had a clear and sharp effect of cutting poverty in the late 2000s—or by absorbing the pool of surplus labour fast enough to raise real wages. 

The fundamentals of India’s economy are less dynamic than often assumed. India’s poor are mostly concentrated in rural parts, and especially in the poorest (and most populous) states whose per-capita income growth has continued to lag behind the top five richest states of India. The share of India’s rural population reduced by a mere three percentage points between 2011 and 2020 and at present stands slightly below two-thirds of total population. In nearly every country where poverty has been eradicated by industrialization, we usually observe a sharp and continuous reduction of the share of agriculture in GDP. In India, the share of agriculture declined sharply from the early 1990s through to 2004 but has remained stuck at 16-17% ever since. The decline in share of agriculture in the total labour force has also been modest—it stands at 43% at present, starting with just around 50% in 2011. Among other fast-growing emerging economies in Asia (China, Bangladesh, Vietnam), India’s agricultural share of GDP is the highest. In fact, during the pandemic years, there was a temporary increase in agriculture’s share of GDP. In addition, given that there has been no significant increase in agricultural productivity or real wages of agricultural workers over the last decade, we can conclude that in rural areas, where the majority of the population resides, living conditions are relatively stationary and less indicative of a period of transformational poverty decline. 

Interestingly, and in contrast to the narrative of Indian poverty’s demise, the alternative narrative—stable, or even increasing poverty—is based on estimates which use official and nationally representative data. Pramit Bhattacharya and Sriharsha Devulapalli calculated overall headcount poverty in India at 23% in 2017-18 based on the leaked version of the NSS report that used the Tendulkar line, a marginal increase relative to the figure of 22% in 2011-12. Rural poverty, according to this estimate, increased from 26 to 30%, thus overwhelming a strong decline in urban poverty owing to the weight of the rural population. Santosh Mehrotra and Jajati Parida derived consumption per-person from the PLFS dataset (the same as Panagariya) and found a slight increase in poverty headcounts (from 22% to 26% over 2011-12 and 2017-18) using the Tendulkar poverty line. Strikingly, using the World Bank’s $1.90 PPP poverty line on the same survey, we get 23% headcount poverty for 2017-18. All these estimates are closer to 23% headcount poverty as per the 2011-12 World Bank estimates. 

A natural response to these issues is the often-touted claim that the government has increased welfare support to the poor in recent years. Here, Bhalla et al’s own highly optimistic poverty decline itself shows that the public distribution system (PDS) only reduced (by a couple of percentage points) the level, not the trend, in headcount poverty. That is, with PDS, the fraction below the poverty line reduces by a few percentage points in the same year, but the rate of poverty decline stays roughly the same over time. There was certainly a slight upward improvement from the predicted trend during 2020, when rations were increased, but from a structural perspective, there was no causal effect on poverty decline. So far, we have argued that the engine of poverty reduction is invisible. But perhaps the same engine had brute force capacity to lift the living standards of the poor. Such downstream effects of lower poverty incidence should be visible in the population by some external metric. Here, again, we see little evidence in the basic standards of living for the entire population. In 2022, leading government officials chastised the peer-reviewed Global Hunger Index for ranking India below other clearly impoverished countries like Afghanistan. The criticism of rankings using deprivation indices is indeed well founded in the inequality literature, but their underlying inputs are based on well-regarded data from the Food and Agricultural Organization (FAO), which give headcount incidence of deprivation and use the same consistent methodology over two decades. The Hunger Index uses only one population wide metric (the rest apply to children)—the fraction of population considered undernourished. In 2000-02, 2006-08 and 2013-15, the respective headcounts for India were 18.4%, 17.5% and 14.8% respectively. By 2019-21, there was no reported improvement—the data show that 16.3% of the population remains undernourished. Thus, if poverty did decline as spectacularly as reported, the effect somehow escaped the diets of impoverished Indians. Individuals are considered vulnerable to poverty if their deprivations are on the margins of poverty, thus increasing their probability of falling back into poverty in the future. A 2022 calculation by UNDP and Oxford’s Poverty and Human Development Initiative reports unchanged vulnerability to poverty (18% of the population) in India over 2005-06 and 2019-21, using official statistics published by the National Family Health Survey. Finally, consider the opportunity-security trade-off facing the poor. If there are costs to migrating, and opportunities are sufficient in rural India—which is necessary to explain declining poverty since Indian poverty was concentrated in rural parts—then one should expect a returning migrant to remain in the countryside, rather than migrating back to the city. The 2020 lockdowns and the harsh circumstances of leaving the city should have put a stop to migration back to the city. But, as is well documented now, immediately after these lockdowns eased, there was a swift return of workers to urban India. Together with the fact that agricultural yields have been stagnant, this suggests that there was no pull factor in the agricultural sector that may have explained a rurally driven decline of poverty. 

The structural composition of the Indian economy, hunger and deprivation, and the movement of migrant workers and alternative calculation of consumption per-person favour the narrative that the poor are not much better off at present than they were nearly a decade ago. Estimates which extrapolate, or use private sector data, argue that the decline was real and, to be frank, spectacular. Bibek Debroy, the chairman of the Economic Advisory Council to the Prime Minister of India, has calculated the poverty headcount to be 18% in 2020-21 (using the PLFS). This is closer to our overall assessment that headcounts from a wide range of estimates puts India’s poverty at between 20-25% prior to the pandemic. In effect, not much appears to have changed over the last decade. Mark Twain apparently said, seeing his own obituary, that accounts of his death have been vastly exaggerated. Perhaps the same is true of Indian poverty.

Maitreesh Ghatak is professor of economics at the London School of Economics and Rishabh Kumar is assistant professor of economics at the University of Massachusetts Boston.

Wednesday, May 19, 2021

Mrinal Datta Chaudhuri

Mrinal Datta Chaudhuri, retired Professor of Economics at the Delhi School of Economics passed away today. He was one of a kind, a vanishing breed, both as an academic and as a person. Back in 1990 I took a topics course in the second year of the Master's programme, called Transport, Infrastructure, and Planning (as far as I can recall) just because MDC (as we called him then) taught it even though the course title did not sound very attractive at that point with game theory and information economics in the air! Other than learning some really interesting economic applications of certain mathematical methods, there were fabulous anecdotes that were worth their weight in gold. All delivered with his unique style (laconic air, short sentences, and an accent that had traces of both Sylhet and Boston). As a person he was caring, warm and affectionate yet in a very dry and no-nonsense way. A few years after graduating from Delhi School when I was a second year PhD student at Harvard, he looked me up during one of his regular visits to the Boston area, and then as a way of starting the conversation drily remarked "You look prosperous" referring not to the tight budget of a graduate student but to a bit weight I had put on, which was not hard given how skinny I was earlier.

He never published up a storm but was widely respected for his erudition and brilliant insights. I once asked him what his life philosophy was, and he said to do the things one likes and get through the day without unnecessarily hurting someone's feelings. This was interesting coming from someone who could be quite tough in terms of taking stands and calling out nonsense (for example, he was outspoken in his opposition to the Emergency.)

I feel privileged to have had many chats with him over the years, and graduated (with some initial trepidation) from calling him "Sir" to "Mrinalda".

Will carry on our conversations in my head.






Friday, April 16, 2021

বাংলার মাটি দুর্জয় ঘাঁটি?

"আরেক রকম" পত্রিকায় আমার আর অমিতাভ গুপ্তের যৌথ রচনা "বাংলার মাটি দুর্জয় ঘাঁটি?" আলোচ্য বিষয় - অর্থনীতির ভিত ছাড়া সংস্কৃতি কি মজবুত রাজনীতির দেওয়াল হতে পারে?

সূচীপত্র-সহ লেখাটির লিংক এখানে দিলাম। পড়তে অসুবিধে হলে, নিচে পুরো লেখাটা কপিও করে দিলাম।

https://personal.lse.ac.uk/ghatak/arekrakam2.pdf


আরেকরকম পত্রিকার তরফে ঘোষণা:

লকডাউনের পরে প্রথমবার আরেক রকম প্রকাশিত হলো মুদ্রিত আকারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বুকস্টলে এই বই কিনতে পাওয়া যাবে। গ্রাহকদের ডাকের মাধ্যমে পত্রিকা পাঠানো হবে। গ্রাহক পরিষেবার জন্য যোগাযোগ করুন: শ্রী রবিন মজুমদার: ৯৪৩২২১৯৪৪৬। কলেজ স্ট্রিটে পাতিরাম বা ধ্যানবিন্দু-তে পাওয়া যাবে।


বাংলার মাটি দুর্জয় ঘাঁটি?

মৈত্রীশ ঘটক ও অমিতাভ গুপ্ত

 

অর্থনীতির ভিত ছাড়া সংস্কৃতি কি মজবুত রাজনীতির দেওয়াল হতে পারে?

আমরা যখন এই প্রবন্ধ লিখছি, রাজ্যে তখন বিধানসভা নির্বাচন চলছেতাই বাংলার রাজনীতি থেকে নজর অন্য দিকে ঘুরিয়ে রাখা কার্যত অসম্ভব। এই নির্বাচনে অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক অনেকগুলো পরিচিত উপাদান মিশেছে, আর তাঁর ওপর রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতাসীন দলগুলির প্রতি বিক্ষোভ তো আছেই। কিন্তু এ বারের নির্বাচনে দুটো বেশ অভিনব উপাদান এই পরিচিত মিশ্রণে সংযোজিত হয়েছেপ্রথমত, সাম্প্রতিক কালে এই প্রথম রাজ্য নির্বাচনে মতাদর্শের দিক থেকে তিনটে খুব আলাদা ধারার রাজনীতির মধ্যে ত্রিমুখী দ্বন্দ্বতৃণমূল কংগ্রেস, বিজেপি, এবং বাম-জোট। এর আগেও তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে ২০১১ সালে তৃণমূলের এবং ২০১৬ সালে বামফ্রন্টের নির্বাচনী সমঝোতা ছিল। কিন্তু আরও বড় কথা, মতাদর্শগত ভাবে বিজেপি বাকি দলগুলি থেকে অনেকটা আলাদা। তার একটা দিক অবশ্যই হল হিন্দুত্ববাদ এবং বিভাজনের রাজনীতি। কিন্তু আর একটি দিক নিয়ে তুলনায় আলোচনা কম হচ্ছেসেটা হল, সাংস্কৃতিক। বিজেপি মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় একটি দল, যার বাংলার মাটিতে শিকড় খুব গভীর নয়।

কেউ কেউ বলছেন বটে যে, বিজেপি আসলে ঘরে ফিরছেতার পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের জন্ম তো এই বাংলার মাটিতেইকিন্তু সে কথা যদি মেনেও নেওয়া যায়, তবু এই জন্মান্তরে বিজেপির রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বাঙালিত্ববা বাঙালিয়ানাবলতে আমরা যা বুঝি, তার কিছু মৌলিক বিরোধ আছে। সেই বিরোধের কথা তুলেও অনেকে বলছেন, ‘বাঙালিত্বেরঅস্তিত্বরক্ষার জন্য বিজেপিকে আটকানো দরকার। অনেকে আবার আশা করছেন, চরিত্রে মৌলিক ভাবে বাঙালিত্বেরমিশ্রণ কম হওয়ার কারণেই বিজেপি শেষ অবধি বাংলায় বহিরাগতহয়েই থেকে যাবে, রাজ্যের রাজনৈতিক ক্ষমতা তাদের নাগালে আসবে না। এখানে বলে রাখা ভাল যে, ‘বাঙালিত্বকথাটাকে এখানে সাংস্কৃতিক অর্থে ব্যবহার করা হচ্ছে, আঞ্চলিকতার দৃষ্টিভঙ্গি থেকে নয়। কেউ যেমন বাংলায় জন্মে, বসবাস করে, এবং আঞ্চলিক পরিচিতির দিক থেকে বাঙালি হয়েও বাঙালিত্ব-বর্জিত হতে পারেন, আবার সে রকমই কেউ বাংলার বাইরে (এমনকি বিদেশে) জন্মে বা বাংলার বাইরে বসবাস করে বা আঞ্চলিক পরিচিতির দিক থেকে বাঙালি না হয়েও বাঙালিত্বে সম্পৃক্ত হতে পারেন। 

রাজনীতির ময়দানে শেষ অবধি কী হবে, সেই প্রশ্নে ঢুকব না। বরং প্রশ্ন করা যাক, বাঙালিত্ব বলতে কী বোঝায়?

এটা ঘটনা যে, ভারতের সব রাজ্য বা অঞ্চলেরই যেমন নিজস্ব সাংস্কৃতিক চরিত্র ও সামাজিক রীতিনীতি আছে, সে বিষয়ে একটা গর্বও আছে। বাঙালির বাঙালিত্বই হোক, গুজরাতি অস্মিতাই হোক, মরাঠি মানুসই হোক, তামিলনাড়ু থেকে পঞ্জাব, কেরল থেকে কাশ্মীর, অসম থেকে রাজস্থান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান আর তার সঙ্গে স্থানীয় সংস্কৃতি নিয়ে গর্বএই দুটো দিকই দেখতে পাওয়া যাবে। বাঙালিত্বনামক বায়বীয় বস্তুটিকে যদি ভেঙে অথবা খুলে দেখা যায়, তা হলে তার কয়েকটা সুনির্দিষ্ট দিকচিহ্ন পাওয়া যাবে। উনিশ শতকের নবজাগরণ থেকে পাওয়া উদার বিশ্ববীক্ষা, বহুত্ববাদে বিশ্বাস, বিজ্ঞানমনস্কতা যেমন তার একটি দিক, তার আর এক দিক হল লোকসংস্কৃতির এক বহমান ধারা, যাতে যুগে যুগে বিভিন্ন ধর্ম, ভাষা ও দর্শনের উপধারা এসে মিশেছেযেমন বাউল গান, যাতে আধ্যাত্মিকতা ও প্রেমের সঙ্গে মিশেছে  মানবিকতা ও সমন্বয়ী ভাবধারার কোমল স্পর্শ। তেমনই আবার বাংলা ভাষা, ও সেই ভাষাবাহিত সংস্কৃতিও এই বাঙালিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। বস্তুত, সেই সংস্কৃতির মধ্যেই বাঙালিত্বের অন্যান্য চরিত্রলক্ষণগুলি ঢুকে পড়ে। অর্থাৎ, বাঙালিত্ব বস্তুটি মূলত তার সংস্কৃতির মধ্যে নিহিত রয়েছে। নিন্দুকে বলবে যে, অলস, উদ্যোগহীন, মুখেন মারিতং জগৎ চরিত্রটিও বাঙালির মজ্জাগত; অথবা গোষ্ঠী-উপগোষ্ঠী তৈরি করে নিরন্তর কোন্দল করে চলাও বাঙালিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু, প্রথমত এ হল মূলত বাঁধা মাইনের চাকুরিজীবী মধ্যবিত্ত শ্রেণি সম্পর্কে একটা ছাঁচে ফেলা সামাজিক পর্যবেক্ষণতার বাইরে একটা বড় শ্রেণির মানুষের ক্ষেত্রে কথাটি খাটে না। আর তা ছাড়া চরিত্রের এই দিকগুলো নিয়ে কেউ গর্ব করেন বলে সন্দেহ হয় না। অতএব, যে বাঙালিত্বের সঙ্গে বিজেপির ভাবধারার চরিত্রগত বিরোধ, এবং যে বাঙালিত্বের অস্ত্রে এই সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর কথা ভাবছেন কেউ কেউ, সেটা মূলত সাংস্কৃতিক, ইতিবাচক বাঙালিত্ব।

আমরা জানি যে, ‘সংস্কৃতিকথাটির মধ্যে অনেক কিছু নিহিত আছেতাই ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থেকে যায়। এক দিকে সংস্কৃতি বলতে যেমন শিল্প সাহিত্য সংগীত এবং সে বিষয়ে রুচি বোঝায়, তেমন আবার কথাটি জীবনদর্শন, মূল্যবোধ, সামাজিক রীতিনীতি, ও আচার-আচরণ ইত্যাদি বোঝাতেও ব্যবহার করা হয়। তথাকথিত উচ্চমার্গের (যাকে high brow বা elite culture বলা হয়) এবং লোকসংস্কৃতির মধ্যে তফাৎ আছে, তথাকথিত শিক্ষিত নাগরিক শ্রেণির কাছে সংস্কৃতি বলতে যা বোঝায়, তার বাইরেও সংস্কৃতির একটা বড় পরিধি আছে এবং এ সবের মধ্যে সম্পর্ক সব সময়ে অনায়াস সমন্বয়ের বা প্রীতিমূলক সহাবস্থানের, তা-ও নয়।   কিন্তু একই কথা খাটে বাংলা ভাষার ক্ষেত্রেকে ব্যবহার করছেন, কোথায় ব্যবহৃত হচ্ছে, কী ভাবে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে অনেক বৈচিত্র; কিন্তু তা সত্ত্বেও একটা সাধারণ চরিত্র আছে বলেই তাকে আমরা বাংলা ভাষা বলে বর্ণনা করি। তাই আপাতত এই জটিলতা সরিয়ে রেখে আলোচনার সুবিধার্থে বাংলা সংস্কৃতিবলে একটা কিছু আছে, সেটা ধরে নিয়েই এগোনো যাক। 

এখানে প্রশ্ন উঠতেই পারে, কোন বা কার বাংলা সংস্কৃতির কথা বলা হচ্ছেযতই হোক, বাংলা সংস্কৃতির মধ্যে বহু ধারা মিশে আছে, তার কোনটা উচ্চ কোনটা নিম্নমার্গের, কোনটা কালোত্তীর্ণ কোনটা সাময়িক, তা কে ঠিক করবে? আর এই লেখাটিতে যে উদাহরণগুলো দেব, তার থেকে মনে হতে পারে যে, আমরা এক ধরনের নাগরিক এলিট বঙ্গসংস্কৃতিকেই "উচ্চমার্গের" সংস্কৃতি বলছি।  এখানে দুটো কথা বলা দরকার। আমরা আমাদের নিজস্ব  অভিজ্ঞতা ও পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক বলয়ের থেকে উদাহরণগুলো নির্বাচন করেছি, তাই এই চয়ন নৈর্ব্যক্তিক নয়যে কোনও ব্যক্তি-অভিজ্ঞতা সূত্রে আহৃত উদাহরণের মধ্যে তার নির্বাচনে একটা পক্ষপাত থাকতে বাধ্য।  তার মধ্যে কোনও শ্রেণিবিভাগ করা আমাদের উদ্দেশ্য নয়লালন ফকিরের গান আর রবীন্দ্রসংগীত, পাঁচালি আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সলিল চৌধুরীর গণসংগীত আর শচীন বা রাহুল দেব বর্মণের আধুনিক গান, পটশিল্প থেকে নন্দলাল বসু, চিত্তপ্রসাদ  থেকে গণেশ পাইনএমন কোনও নৈর্ব্যক্তিক মানদণ্ড নেই যাতে এদের মধ্যে গুণমানের (ব্যক্তিগত পছন্দের নয়) তুলনা করা যায়। 

কিন্তু, একই সঙ্গে এই কথাটাও বলে রাখা যাক যে, আমরা মনে করি না যে সব সংস্কৃতি গুণগত ভাবে তুল্যমূল্য। অর্থাৎ, নাগরিক সমাজেই হোক বা লোকসমাজে, যেকোনো নির্দিষ্ট সাংস্কৃতিক ঘরানার মধ্যে যদি একটা অংশকে যদি উচ্চমার্গের সংস্কৃতি বলে চিহ্নিত করতে হয়,  অন্য একটা অংশকে প্রাকৃত সংস্কৃতি বলেও চিহ্নিত করতে হবে। সেই শ্রেণিবিভাগের মাপকাঠি কী হবে? এই প্রশ্নটার একটা উত্তর হতে পারে এই রকম এক, যদি কোনও সংস্কৃতি অর্জন করতে  খানিকটা পরিশ্রম বা চর্চা বা সাধনা করতে হয়; দুই, যদি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মেসেই সংস্কৃতিকে বহমান করার তাগিদ থাকে; এবং তিন, সেই সংস্কৃতি যদি  সেই গোষ্ঠীর বাইরে থেকে এসে কেউ যথাযথ চর্চা করেন তার উৎকর্ষ উপলব্ধি করবেন তবে সেই সংস্কৃতিকে আমরা উৎকর্ষের বিচারে উচ্চমার্গের সংস্কৃতি হিসেবে গণ্য করব। এই লেখায় বহু বার উচ্চমার্গের সংস্কৃতি বা কাছাকাছি গোত্রের শব্দ ব্যবহৃত হবে।যদিও আগের অনুচ্ছেদেই আমরা স্বীকার করেছি যে আমাদের উদাহরণ চয়নের মধ্যে একটা পক্ষপাতআছে, কিন্তু আরও এক বার মনে করিয়ে দেওয়া প্রয়োজন: আমরামনে করি না যে আমাদের ব্যবহৃত উদাহরণগুলিই উচ্চমার্গের সংস্কৃতির একমাত্র উদাহরণ। এইখানে উচ্চমার্গের সংস্কৃতির যে সংজ্ঞা আমরা নির্ধারণ করলাম, গোটা লেখায় সেই সংজ্ঞা অনুসারেই শব্দটিকে বুঝতে হবে। 

এই বারে প্রশ্নএই সংস্কৃতিনামক বস্তুটাকে কি রাজনৈতিক অস্ত্রে পরিণত করা যায়? বিভেদমূলক হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কি গড়ে তোলা যায় এক অদৃশ্য দেয়াল? বাংলা ভাষায় লিখে এই প্রশ্নটা উত্থাপন করলে ইতিহাস অট্টহাস্য করে উঠতে পারে। বাংলাই তো সেই ভাষা, যা একটা নয়, দুটো ভাষা আন্দোলনের জন্ম দিয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে, আর অসমে। সেই ভাষা আজ রাজনৈতিক প্রতিরোধের হাতিয়ার হয়ে উঠতে পারবে না? এ ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া জরুরি, পূর্ব পাকিস্তান বা অসম, উভয় ক্ষেত্রেই কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছিল রাষ্ট্রশক্তি ভিন্ন ভাষাকে বঙ্গভাষী জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিতে চাওয়ায়, বাংলা ভাষাকে তার প্রাপ্য গুরুত্বটুকুও না দিতে চাওয়ায়। ভবিষ্যতে কী হবে তা বলা যায় না, কিন্তু বর্তমানে এটা অস্বীকার করার উপায় নেই যে, পূর্ব পাকিস্তানে যে ভাবে উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল, পশ্চিমবঙ্গে হিন্দি আগ্রাসন সে তুলনায় কিছুই নয়। এবং, এখনও হিন্দির পিছনে যে রাষ্ট্রীয় মদত, তা প্রচ্ছন্ন। তাতে দখলদারি বিলক্ষণ আছে, কিন্তু এখনও একাধিপত্য নেই। ফলে, ভাষার বিপন্নতা দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে আবেগের সূত্রে বাঁধার অবকাশ পশ্চিমবঙ্গে এখনও নেই।

ফলে, ভাষা বা সংস্কৃতিকে যদি প্রতিরোধের অস্ত্র হয়ে উঠতে হয়, তা হতে হবে ভাষা বা সংস্কৃতির প্রতি গর্বের জায়গা থেকে, অথবা তার ব্যবহারিক উপযোগিতার কারণে। এই প্রশ্নের উত্তর যে যাঁর মতো করে খুঁজতে পারেন, অবশ্যই। আমরা যেহেতু পেশাগত দিক থেকেএক জন প্রত্যক্ষভাবে, আর অন্য জন খানিক ঘুরপথেঅর্থনীতির চর্চা করি, তাই আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব অর্থশাস্ত্রের চৌহদ্দিতে। এখানে গোড়াতেই একটা আপত্তি উঠতে পারেসংস্কৃতির মতো বিষয়ের সঙ্গে কি অর্থনীতির সম্পর্ক তেল আর জলের নয়? এই দুটো জিনিস আদৌ মিশ খায়? ভ্যান গঘ থেকে ঋত্বিক ঘটক, সাদাত হোসেন মান্টো থেকে জীবনানন্দ দাশকে আর কবে বাজারের তোয়াক্কা করে শিল্প তৈরি করেছেন? ক্রেডিট কার্ডের বিজ্ঞাপনের ভাষা ধার করে বরং বলা যায়, কিছু কিছু জিনিস আছে, টাকা দিয়ে যা কেনা যায় নাসংস্কৃতি তো সে রকমই একটা জিনিস। তা হলে, সংস্কৃতির অলৌকিক প্রশ্নটাকে অর্থশাস্ত্রের লৌকিক পরিসরে এনে ফেলা কেন? এই প্রশ্নটার উত্তর লেখার শুরুতেই দিয়ে দেওয়া যেত। কিন্তু, আমাদের আশা, এই লেখা ধাপে ধাপে যে ভাবে এগোবে, তাতে নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে, কেন সংস্কৃতির প্রশ্নটাকে অর্থশাস্ত্রের তাত্ত্বিক কাঠামোর মধ্যে দিয়ে দেখা জরুরি।

সংস্কৃতির অন্য উপাদানগুলোর কথায় আসার আগে গোড়ায় ভাষার প্রশ্নটাকে তোলা যাক। বাংলা ভাষা নিয়ে গর্বের প্রশ্নহিন্দির আগ্রাসন সম্বন্ধে সচেতন হওয়ার জন্য, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ তৈরি করার জন্য নিজের ভাষা নিয়ে যে গর্বটা থাকা একেবারে জরুরি শর্ত। ধরে নিতেই পারি, মাতৃভাষা নিয়ে প্রত্যেক বাঙালির গর্ব আছে। কার গর্বের পরিমাণ কতখানি, সেই বিচারে যাওয়ার প্রয়োজন নেইআপাতত ধরে নেওয়া যায় যে, কারও সঙ্গে কারও গর্বের পরিমাণের তুলনা করা যায় না। কিন্তু, সেই গর্বটা তাঁদের ব্যক্তিগত বনাম ব্যবহারিক জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করছে, সেটা দেখা যেতে পারে। এখানে পরিষ্কার করে নেওয়া ভাল যে, নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালবাসা মানেই অন্য ভাষা বা সংস্কৃতির বিরোধিতা করা নয়। এখানেও সমন্বয় আর বিরোধিতা এই দুটি মডেল আছে— “নিজের রাজ্যে দাঁড়িয়ে কারও সঙ্গে হিন্দিতে কথা বলব না”, এই অবস্থানটা যাঁরা নেন তাঁরা মাতৃভাষার প্রতি গর্ববোধ থেকেই গ্রহণ করেন, তা নিয়ে সন্দেহ নেই। এখন নিকটবর্তী রাজ্য থেকে সদ্য  আসা এক জন দরিদ্র শ্রমিক, যিনি হিন্দি ছাড়া অন্য কোনও ভাষা জানেন না, তাঁর ক্ষেত্রে এটার প্রয়োগ আর যাঁরা সুযোগ সত্ত্বেও বাংলা শেখা বা বলার বা বাংলা ভাষার প্রতি সম্মান দেখানোর (যেমন দোকানের বা পথনির্দেশের সাইনবোর্ডে  আদৌ বাংলা না থাকা, বা যিনি বাংলা ছাড়া অন্য কোনও ভাষা জানেন না, তাঁর সাথে হিন্দি বা ইংরেজিতে কথা বলা) তাঁদের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হোক, এটা চাওয়ার মধ্যে একটা বড় তফাত আছে।  নিজেদের কথা বলতে গেলে বলব যে, আমরা উগ্র প্রাদেশিকতা বা আমরা বাঙালিগোছের মানসিকতা কখনও সমর্থন করি না। আমাদের কাছে বাঙালিয়ানার একটা বড় দিক হল পরকে আপন করার অন্তর্ভুক্তিমূলক মানসিকতা, আপনকে পর করার বিভেদমূলক মানসিকতার ঠিক যা বিপরীত।  এবং সাংস্কৃতিক বলয়ে ব্যক্তিস্বাধীনতার উপর খুব বেশি হাত চালানোর পক্ষপাতী নইকিন্তু বাংলা ভাষার চর্চা ও ব্যবহার যে কিছু কিছু পরিসরে অনভিপ্রেত ভাবে সরে যাচ্ছে, এবং তা নিয়ে কিছু করা আমাদের কাছে পরিবেশরক্ষার মতোই গুরুত্বপূর্ণ। 

আমাদের অবস্থানটা পরিষ্কার করে এ বার আসি একটা অন্য প্রশ্নেবাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই গর্ব করার ক্ষমতাটা কি মানুষের আর্থিক অবস্থানের সঙ্গে এক সুতোয় বাঁধা নয়? রাজ্য থেকে যত মানুষ ভিন্ রাজ্যে দক্ষ, অর্ধদক্ষ বা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে যান, তাঁদের কাছে হিন্দিতে কথা বলতে পারা কি একটা বাড়তি যোগ্যতা নয়, যার মাধ্যমে তাঁরা আর একটু ভাল জীবনযাপনের স্বপ্ন দেখতে পারেন? তেমন মানুষরা কি মাতৃভাষার গর্বে গর্বিত হয়ে পশ্চিমবঙ্গে হিন্দি বয়কট করার ডাকে সাড়া দেবেন? কেউ বলতেই পারেন, এই ধরনের মানুষের কাছে হিন্দি বলতে পারা এক অর্থে একটা অ্যাসপিরেশন। যাঁরা সুবিধাজনক সামাজিক অবস্থানের কারণে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ফলে ইংরেজিতে স্বচ্ছন্দ, এবং বাংলা-ইংরেজির দ্বিভাষিক পরিমণ্ডল থেকেই জীবিকানির্বাহ করতে সক্ষম, তাঁদের পক্ষে এই অ্যাসপিরেশন বা উচ্চাকাঙ্ক্ষার মর্ম উপলব্ধি করা কঠিন।

অর্থাৎ, ভাষার মতো সংস্কৃতির একেবারে প্রাথমিক উপাদানটির ক্ষেত্রেও জড়িয়ে যাচ্ছে অর্থনীতির প্রশ্ন। এই প্রশ্নটাকেই আমরা একটু অন্য ভাবে পেশ করতে পারি। খোঁজ করতে পারি: ভাষা, বা বৃহত্তর অর্থে অবসরবিনোদনের জন্যে সাংস্কৃতিক ক্ষেত্রে যে নানা  পণ্য আছে (যার মধ্যে সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, কলা ও  কারুশিল্প, যাত্রা-নাটক সবই ধরা যেতে পারে) সেগুলি কি এক ধরনের লাক্সারি গুড বা বিলাসপণ্য? এখানে নৃতত্ত্বের ভাষায় সংস্কৃতিকে জীবনধারণের নানা আচার এই অর্থে নয়, খানিকটা সংকীৰ্ণ অর্থে অবসর ও বিনোদনমূলক নানা  কর্মকান্ডের অর্থে বোঝাতে চাইছি। অর্থশাস্ত্রে লাক্সারি গুড-এর সংজ্ঞা এই রকম: মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক ভাবে যে যে পণ্য, সেবা, ও পরিষেবার চাহিদা বাড়ে, অতএব উপভোগও বাড়ে, তাকেই বলে লাক্সারি গুড। বলে রাখা ভাল যে, বিলাসপণ্য মানে বিলাসকরার উপকরণ নয়যা-ই আবশ্যক নয়, অর্থশাস্ত্রের সংজ্ঞায় তাকেই বিলাসপণ্য ধরা হয়। সচ্ছলতার সঙ্গে সঙ্গে আপেক্ষিক ভাবে আবশ্যক পণ্যের চাহিদা কমে, আর বিলাসপণ্যের চাহিদা বাড়ে। আমরা এই ক্ষেত্রে জানতে চাই যে, সংস্কৃতি কি এমন একটা পণ্য, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে যার চাহিদা বাড়ে; বা মানুষ যখন একটা সীমার নীচে আয় করে, তখন তার সংস্কৃতি উপভোগ করার সাধ্য থাকে না? সংস্কৃতি বা ভাষাকে যদি রাজনৈতিক প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়, তা হলে জানা প্রয়োজন যে, জনসাধারণের কত অংশের পক্ষে সেই অস্ত্র ব্যবহার কর সম্ভবকত শতাংশ অস্ত্রটি ব্যবহার করার মতো জায়গায় আছেন, এবং কত শতাংশের কাছে অস্ত্রটির আদৌ কোনও তাৎপর্য আছে। সেই কারণেই বোঝা প্রয়োজন, ভাষা বা সংস্কৃতি অর্থনৈতিক পণ্য’  হিসেবে ঠিক কোন চরিত্রের।

এই ক্ষেত্রে আরও একটা কথা স্পষ্ট করে নেওয়া ভাল— ‘সংস্কৃতিবলতে অনেক সময়েই হাই কালচারবাউচ্চমার্গের সংস্কৃতি’-কে বোঝানো হয়। শিক্ষিত ও সংস্কৃতিবান মহলে বাংলা ভাষার প্রতি মমত্ব এবং বাংলাচর্চার আপাত- নিম্নমুখী ধারা নিয়ে আশংকা আশঙ্কা অবশ্যই সেই হাই কালচার’-এর অন্তর্গত। তবে শুধু তাই নয় -বাংলা ভাষার প্রতি মমতা এই বৃত্তের বাইরেও কিছু কম নয় । রাজ্যের বাইরে (দেশে বা বিদেশে) বাংলা বলতে শুনে অন্য বঙ্গভাষীদের আন্তরিক ও উষ্ণ ব্যবহার পাওয়ার বা অযাচিত ভাবে উদার সাহায্যের হাত বাড়িয়ে দেবার দেওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই। তাঁরা অনেকেই সাংস্কৃতিক বা অর্থনৈতিক দিক থেকে উচ্চশ্রেণিীর মানুষ নন।  উচ্চমার্গের সংস্কৃতির কথা বললে অবধারিত ভাবে নিম্নমার্গের সংস্কৃতি, বা বিগত এক জমানার পরিভাষায় অপসংস্কৃতি'-র কথা উঠতে বাধ্য।  আমরা আমাদের বক্তব্যের দিক থেকে কোনটা উচ্চমার্গ, আর কোনটা নিম্নমার্গ, সেটা কী করে ঠিক হবে, এই সমস্যাজনক ব্যাপারটার মধ্যে বেশি ঢুকব োনা -বরং নিরপেক্ষ ভাবে, ভাষার শ্রেণিীবিভাগের মতো এদের মার্জিত (বা তৎসম ) আর প্রাকৃত, এই অর্থে ব্যবহার করব। 

আলোচনা যখন অর্থশাস্ত্রের চৌহদ্দিতে ঢুকেই পড়েছে, তখন চাহিদা আর জোগানের প্রসঙ্গে না ঢুকে উপায় নেই। কোনও অঞ্চলে, যেমন ধরা যাক পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, উচ্চমার্গের সংস্কৃতি বস্তুটির চাহিদা আর জোগান কি নির্ভর করে সেই অঞ্চলের আর্থিক সমৃদ্ধির উপর?

যদি বাজারের পরিস্থিতির উপর নির্ভর করেই সেই পণ্যের জোগান নির্ধারিত হয়, তবে সন্দেহ নেই, তার কিছু নির্দিষ্ট শর্ত থাকবে। ভাল গুণমানের সিনেমা-থিয়েটার তৈরি করতে হলে তার একটি ফিক্সড কস্ট বা নির্দিষ্ট বাঁধা খরচ আছে। ভাল বই ছেপে বার করার জন্যও বাঁধা খরচ আছে, আবার যত ছাপা হবে, সেই অনুপাতে খরচও আছে। ভাল ছবি প্রদর্শনীর জন্য গ্যালারি প্রয়োজন, ভাল গান-বাজনার জন্য ভাল মানের প্রেক্ষাগৃহ, রেকর্ডিং স্টুডিয়ো ইত্যাদি প্রয়োজন। অর্থাৎ, উচ্চমার্গের সাংস্কৃতিক পণ্যের জোগানের জন্য অর্থ প্রয়োজন। তার জন্য বেশ কিছু অর্থবান ব্যক্তি প্রয়োজন, আবার বেশ কিছু গুণী ব্যক্তিও প্রয়োজন, যাঁরা অন্য কোনও পেশায় না গিয়ে সাংস্কৃতিক পণ্য নির্মাণের কাজটি করবেন। উচ্চমার্গের সাংস্কৃতিক পণ্য নির্মাণের ক্ষেত্রে নেটওয়ার্ক এক্সটার্নালিটিজ়-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেঅর্থাৎ, তেমন পণ্য তৈরির জন্য তুলনায় অনেক বেশি সংখ্যক গুণী মানুষের প্রয়োজন হয়। কিছু মাঝারি মেধার লোক জোগাড় করতে পারলেই একটি টিভি সিরিয়াল তৈরি করে ফেলা যায়, কিন্তু ভাল মানের নাটক তৈরি করার জন্য উৎকৃষ্ট মেধার প্রয়োজন পড়ে।

চাহিদার ক্ষেত্রে পরিস্থিতি কেমন? লেখার শুরুতে হিন্দির বিরুদ্ধে বাংলা ভাষা ব্যবহারের চাহিদার ক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম যে, জীবিকার কারণে যাঁরা হিন্দির উপর নির্ভরশীল, তাঁদের পক্ষে মাতৃভাষার প্রতি গর্বকে তার ব্যবহারের চাহিদায় রূপান্তরিত করা কঠিন। এই কথাটাই একটু বৃহত্তর অর্থে যাবতীয় উচ্চমার্গের সাংস্কৃতিক চাহিদার ক্ষেত্রেই প্রযোজ্য নয় কি? একটা ন্যূনতম আর্থিক সচ্ছলতা না থাকলে, সংস্কৃতির পিছনে সময় বা অর্থ ব্যয় করার মানে হল, বেঁচে থাকার অন্য কোনও জরুরি উপাদানের জন্য সময় বা অর্থ কম ব্যয় করতে পারা। কথাটা সবার ক্ষেত্রেই সত্যি -শ্রম ও অবসরের মধ্যে সময়ের বণ্টন  (যাকে পরিভাষায়  লেবার-লিজ়ার ট্রেড অফবলে) অর্থশাস্ত্রের একেবারে মৌলিক বিষয়গুলোর একটা। বস্তুত, কার্ল মার্ক্স কমিউনিজম-এর সর্বোচ্চ স্তরের ছবি আঁকার ক্ষেত্রে যে কল্পনাটি ব্যবহার করেছিলেন, তার মূল কথা ছিল বৈষম্যমূলক সমাজব্যবস্থায় আরোপিত শ্রমের বিভাজন এবং আর্থিক অনটনের দায়ে শ্রম ও অবসরের মধ্যে পছন্দসই ভারসাম্য বেছে নেবার বিলাসিতা থাকেনা । কমিউনিস্ট ব্যবস্থায় এই টানাপোড়েন থেকে উত্তীর্ণ হয়ে মানুষ সকালে শিকার, বিকেলে মাছ ধরা, সন্ধেবেলা শিল্প সমালোচনা  করতে পারবে, এবং এদের মধ্যে কোন দ্বন্দ্ব থাকবেনা অর্থাৎ অবসর যাপনের সময়ে রুজিরুটিতে টান পড়ার কথা ভাবতে হবে না। কিন্তু, সে বাস্তব এক ভিন্ন সাধনার ফল। আমরা যে দুনিয়ায় থাকি, সেখানে কিন্তু, অর্থনৈতিক ভাবে একটি সীমারেখার নীচে থাকা মানুষের কাছে উচ্চমার্গের সংস্কৃতিকে বেছে নেওয়ার অর্থ, সটান রুজিরুটিতে টান পড়া। অর্থাৎ, আয় একটি ন্যূনতম স্তরে না পৌঁছলে উচ্চমার্গের সাংস্কৃতিক পণ্যের চাহিদা তৈরি হয় না। কাজেই, একে বিলাসপণ্য না বলে উপায় নেই।

চাহিদা আর জোগানের অঙ্কটাকে এক সঙ্গে দেখলে উচ্চমার্গের সাংস্কৃতিক পণ্যের বাজারের ছবিটা কেমন হবে? যত ক্ষণ না জনসংখ্যার একটা বড় মাপের হাতে যথেষ্ট আয়ের সংস্থান হবে, তত ক্ষণ অবধি উচ্চমার্গের সাংস্কৃতিক পণ্যের চাহিদা তৈরি হবে না। এবং, চাহিদা না থাকার কারণে যথেষ্ট জোগানের পরিস্থিতিও তৈরি হবে না। তার ফলে সাংস্কৃতিক পণ্যের বাজারে যা তৈরি হবে, তা হবে জনপ্রিয় কিন্তু প্রাকৃত শ্রেণিীর । অর্থাৎ, টুনির মা, টুম্পাসোনা, অথবা বেদের মেয়ে জোসনা। অনেকে এই ধরণের ধরনের সাংস্কৃতিক পণ্যের ভোক্তা হবার হওয়ার জন্যে লাভ অর্জন করতে দাম বেশি ধার্য করার দরকার হবে না। তাই এই পণ্য উপভোগ করার ব্যয়ও কম, ফলে আর্থিক ভাবে অসচ্ছল হলেও তার চাহিদা থাকে।

প্রশ্ন হল, মানুষের আয় বাড়লেই কি প্রাকৃত সাংস্কৃতিক পণ্যের চাহিদা কমে আর মার্জিত সাংস্কৃতিক পণ্যের চাহিদা বাড়ে ? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ মানুষের হাটে হাতে সময় যেহেতু সীমিত, তাই একটার চাহিদা বাড়লে অন্যটার চাহিদা কমবে। ফলে, আয় বাড়লে উচ্চমার্গের সংস্কৃতির চাহিদা বাড়বে কি না, এই প্রশ্নের জবাব অনেকাংশে নির্ভর করছে আয় বাড়লে প্রাকৃত সংস্কৃতির চাহিদা কমে কি না, তার উপর। অর্থাৎ, প্রাকৃত সংস্কৃতি কি শস্তার সস্তার জিনিসের মতো অর্থনীতির ভাষায় ইনফিরিয়র গুড বা নিকৃষ্ট পণ্যউপভোক্তার আয় বাড়লে যে পণ্যের চাহিদা কমে? ঘটনা হল, আয় বাড়লে যেমন বিড়িসেবী মানুষ সাধারণত সিগারেট খেতে আরম্ভ করেন, বা বাংলা মদ্যের উপভোক্তা হয়ে ওঠেন স্কচ হুইস্কির রসিক, প্রাকৃত সংস্কৃতির ক্ষেত্রে তেমন কথা বলা মুশকিল। যিনি আশৈশব প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাইশুনে যুবক হয়েছেন, আয় বাড়লেই তিনি প্রেম এসেছিল নিঃশব্দচরণেশুনতে আরম্ভ করবেনঅভিজ্ঞতা বলে, ছবিটা ঠিক সে রকম নয়। সংস্কৃতি চরিত্রে আঠালোলাগলে পরে ছাড়ে না!

তবে, ক্ষেত্রবিশেষে ছাড়েও বটে। উচ্চমার্গের সংস্কৃতির একটা সঙ্গপ্রভাব (যাকে পরিভাষায় পিয়ার এফেক্ট বলে) থাকতে পারেঅর্থাৎ, অবস্থার উন্নতির ফলে আমি যে আর্থ-সামাজিক শ্রেণিতে প্রবেশ করেছি, সেই শ্রেণিতে অন্যদের মধ্যে যদি উচ্চমার্গের সংস্কৃতির চাহিদা থাকে, তবে নিজেকে সেই শ্রেণির সঙ্গে খাপ খাইয়ে নিতে আমার মধ্যেও উচ্চমার্গের সংস্কৃতির চাহিদা তৈরি হতে পারে। এটা আরও বেশি প্রকট হয় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। অর্থাৎ, নতুন আর্থ-সামাজিক শ্রেণিতে যদি উচ্চমার্গের সংস্কৃতির চাহিদা থাকে, তবে আমি নিজের সন্তানের মধ্যে সেই সংস্কৃতির প্রতি আসক্তি তৈরিতে সচেষ্ট হব, যাতে সে এই শ্রেণিতে আরও স্বাভাবিক ভাবে মিশতে পারে।

অর্থাৎ, সামগ্রিক ভাবে উচ্চমার্গের সংস্কৃতির প্রতি চাহিদার জন্য উপভোক্তার আর্থিক সচ্ছলতা থাকাটা জরুরি শর্ত, কিন্তু যথেষ্ট শর্ত নয়। অন্য ভাষায় বললে, উচ্চমার্গের সংস্কৃতির জন্য চাহিদা তৈরি হতে গেলে অর্থনীতিতে সামগ্রিক ভাবে উপভোক্তাদের আর্থিক অবস্থা সচ্ছল হতে হবেকিন্তু, সামগ্রিক ভাবে আর্থিক সচ্ছলতা থাকলেই যে উচ্চমার্গের সংস্কৃতির চাহিদা তৈরি হবে, এমন কোনও কথা নেই। তার জন্য প্রয়োজন একটা অন্য জিনিসেরআর্থিক সমৃদ্ধির সঙ্গে উচ্চমার্গের সংস্কৃতির একটা যোগসূত্র থাকতে হবে।  অর্থাৎ, কোনও একটি সমাজের অর্থনৈতিক চরিত্র যদি এমন হয় যে, তার আর্থিক সমৃদ্ধির সঙ্গে উচ্চ সংস্কৃতি প্রত্যক্ষ ভাবে জড়িতকেউ আর্থিক ভাবে, লৌকিক ভাবে সফল হতে চাইলে তৎসম সংস্কৃতিতে অংশ না নিয়ে তার কোনও উপায় থাকবে নাতা হলে সেই সমাজে আর্থিক সচ্ছলতার জরুরি শর্ত হবে তৎসম সংস্কৃতিতে অধিকার। তেমন সমাজে আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গেই তৎসম সংস্কৃতির চাহিদা বাড়বে। তেমন একটা গোটা সমাজের কথা কল্পনা যদি না-ও করা যায়, দুটো পেশাকে পাশাপাশি রেখে ভাবলে হয়তো ছবিটা বুঝতে খানিক সুবিধা হবে। গ্রুপ থিয়েটারে এক জন নাট্যকর্মীকে যদি তাঁর পেশার শীর্ষ পৌঁছোতে হয়, তবে তাঁকে তৎসম সংস্কৃতিতে সড়গড় হতেই হবেনচেৎ তাঁর সামাজিক মূলধনই গড়ে উঠবে না। কিন্তু কেউ যদি প্রোমোটিং পেশার শীর্ষে পৌঁছোতে চান, তাঁর সামাজিক মূলধনের সঙ্গে রবীন্দ্রসাহিত্য বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক বা উস্তাদ আবদুল করিম খাঁর যমুনা কি তীর’-এর সম্পর্ক নেইএই বিষয়গুলিতে বিন্দুমাত্র অধিকারী না হয়েও তিনি তাঁর পেশার, এবং আর্থিক সমৃদ্ধির শীর্ষ উঠতে পারেন। ব্যক্তিবিশেষের উদাহরণকে যদি সমাজের স্তরে নিয়ে এসে দেখা যায়, তা হলে আর্থিক সমৃদ্ধি ও উচ্চমার্গের সংস্কৃতির সম্পর্কটি বোঝা সম্ভব।

অথবা, ভাষা বা সংস্কৃতিকে কেন্দ্র করে যদি এমন কোনও খণ্ডজাতীয়তাবাদের জন্ম হয়, যেখানে এই ভাষাগত পরিচিতি হয়ে উঠতে পারে উৎপাদনশীল অর্থনৈতিক সহযোগিতার যোগসূত্র, তা হলেও সংস্কৃতি আর আর্থিক সমৃদ্ধির মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে উঠতে পারে। একটা কাল্পনিক উদাহরণ দেওয়া যাক। ধরুন, পশ্চিমবঙ্গের পরিসরে এমন একটা ভাষাভিত্তিক খণ্ডজাতীয়তাবাদের জন্ম হল, যেখানে বাঙালি শুধুমাত্র বাঙালির সঙ্গেই ব্যবসায়িক আদানপ্রদান করবে, শুধুমাত্র বাঙালিকেই চাকরি দেবে। এখানে স্পষ্ট ভাবে বলা প্রয়োজন, এমন কোনও খণ্ডজাতীয়তাবাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন নেইযে কোনও পরিচিতির ভিত্তিকেই কাউকে কোনও ব্যবস্থা থেকে বাদ দেওয়াকে, অথবা কাউকে কোনও বাড়তি সুবিধা পাইয়ে দেওয়াকে আমরা অন্যায় বলে মনে করি। এবং, এই ধরনের ব্যবস্থা যে আর্থিক ভাবে কুশলী হতে পারে না, সে কথাও নিশ্চিত ভাবেই বলা যায়। কিন্তু, কঠোর ভাবে কাউকে বাদ দেওয়া যদি না-ও হয়, শুধু বাঙালি পরিচিতির কারণে কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়, তবে  বাঙালি পরিচয়টিকে লালন করার সঙ্গেবাংলা ভাষা, সংস্কৃতির প্রতি যত্নবান হওয়ার সঙ্গেআর্থিক সমৃদ্ধির যোগসূত্র প্রতিষ্ঠিত হবে।

লেখার শুরুতে যে প্রশ্নটা ছিল, তাতে ফিরে যাইভাষা বা সংস্কৃতি কি রাজনৈতিক প্রতিরোধের অস্ত্র হয়ে উঠতে পারে? লেখায় যে সম্ভাবনাগুলো আলোচনা করলাম, তা এই রকমএক, যদি রাষ্ট্রক্ষমতা জোরজবরদস্তি অন্য কোনও ভাষা চাপিয়ে দিতে চায়, তা হলে ভাষা প্রতিরোধের অস্ত্র হতে পারে; এবং দুই, যদি ভাষা বা সংস্কৃতির প্রতি যথেষ্ট চাহিদা থাকে, তা হলেও অন্য কোনও ভাষা বা সংস্কৃতির সামাজিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আমাদের আলোচনা গড়িয়েছে মূলত দ্বিতীয় সম্ভাবনার খাতেই। আমরা দেখেছি, ভাষা বা সংস্কৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার উপায় বাংলাভাষী বহু মানুষেরই নেই। কিন্তু, এত ক্ষণ যে প্রশ্নটাকে চেপে ধরা হয়নি, তা এই রকম: ভাষা বা সংস্কৃতিকে যে অবাঙালিআগ্রাসনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, বা তা করা প্রয়োজন, এই কথাটা অনুভব করেন কত জন? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখলে স্বীকার করতেই হয়, খুব বেশি মানুষ সেই প্রয়োজন অনুভব করেন না।

কেন, সেই উত্তরের একটা আভাসমাত্র এই লেখায় থাকুক। স্বাধীনতার আগে থেকেই হরেক কারণে বাংলা ভাষার সঙ্গে, বাংলার সংস্কৃতির সঙ্গে অর্থনীতির যোগসূত্র ক্ষীণতর হয়েছে। বাংলার অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গিয়েছে ভিন ভাষাভাষীদের হাতে। এবং, অর্থনীতি আর সংস্কৃতি চলেছে দুটি ভিন্ন রুটের রেললাইনের মতোএকটার সঙ্গে অন্যটার কোনও যোগসূত্র নেই। মূলত যে দ্বিভাষী, প্রকৃত অর্থেই বিশ্বনাগরিক বাঙালি নিজেদের অধিকার কায়েম করেছে বঙ্গসংস্কৃতির উপর, বঙ্গ অর্থনীতির কলকবজার সঙ্গে তাদের দূরত্ব বিপুল। অর্থনীতির সঙ্গে সম্পর্কহীন উচ্চ সংস্কৃতি ক্রমশ সাধারণ মানুষের আরও দূরবর্তী হয়েছে।

এই দূরত্ব ঘোচানোর চেষ্টা এলিট বঙ্গকূল বহু কাল করেনি। উচ্চ প্রেক্ষাগৃহ থেকে সংস্কৃতিকে কারখানার গেটে, আর হাটবারের মাঠে নিয়ে যেতে আগ্রহ দেখায়নি। বরং, প্রতুল মুখোপাধ্যায়ের গান বা ঋতুপর্ণ ঘোষের ছবি যে রামা কৈবর্ত আর হাসিম শেখের জন্য নয়, এটা ভেবে আত্মপ্রসাদ অনুভব করেছে। রবীন্দ্রনাথ স্বদেশি আন্দোলনের সময় মুসলমানদের তুলনায় দূরে সরে থাকা নিয়ে কালান্তর-এ যা লিখেছিলেন, এই মুহূর্তে সংস্কৃতিমান এলিট বাঙালিআর প্রাকৃত বাঙালির দ্বিত্ব সম্বন্ধেও সেই একই কথা বলা চলেএত দিন যাদের দূরে সরিয়ে রেখেছি, আজ সঙ্কটের কালে তাদের ভাই বলে ডাকলেই চলবে না। উল্টোটাও হয়নি। কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আন্তরিক প্রচেষ্টা (যেমন, লোকসংগীতের ক্ষেত্রে মাদল বলে দলটি) সত্ত্বেও সাধারণ নাগরিক শিক্ষিত মধ্যবিত্ত সমাজে লোকসংস্কৃতির যে সমৃদ্ধ ধারা তার থেকে দূরে সরে থেকেছে । এখন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়াবলে আর কী হবে। 

সংস্কৃতিমান বাঙালিআপাতত স্বখাতসলিলে নিমজ্জমান।

কৃতজ্ঞতা স্বীকার: এই লেখাটির প্রথম খসড়া পড়ে মনীষিতা  দাশের অভিমত আমাদের বক্তব্যকে আরও স্পষ্ট করতে সাহায্য করেছে।